খেলাধুলা ডেস্ক: কোপা দেল রে’র ফাইনালে সেভিয়ারকে উড়িয়ে দিয়ে ঘরোয়া ফুটবলে ৩০ তম বার চ্যাম্পিয়ন হলো বার্সেলোনা। সুয়ারেজের জোড়া গোল সঙ্গে মেসি ইনিয়েস্তা এবং ফিলিপে কৌতিনিয়োর গোলে বিধ্বস্ত সেভিয়া।
খেলা শুরুর ১৪ মিনিটে সেভিয়ার গোল রক্ষককে বোকা বানিয়ে জালে বল গড়ান সুয়ারেজ। পরে ৪০ মিনিটে মেসির সঙ্গে ওয়ান-টু খেলে সেভিয়ার রক্ষণ ভাগ ভেঙ্গে দিয়ে আরও একটি গোল করেন সুয়ারেজ।
এই গোলের মাধ্যমে বার্সেলোনায় থাকা অবস্থা ১৫০ তম গোলের রেকর্ড স্পর্শ করেন সুয়ারেজ। এর ফাঁকে ৩০ মিনিটে একটি গোল করেন মেসি।
পরের ৫২ মিনিটে মেসির দেয়া পাসে সেভিয়ার গোল রক্ষককে বোকা বানিয়ে গোল করেন ইনিয়েস্তা। এরপরে ৬৯ মিনিটে গোল করে সেভিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দেন কৌতিনিয়ো।
এ মৌসুমে প্রথম বড় কোনো টুর্নামেন্ট জয়ের লক্ষ্য নিয়ে কোপা দেল রে’র ফাইনালে সেভিয়ার মুখোমুখি হয় বর্তমান চ্যাম্পিয়নরা। আর এই ম্যাচ জিতেই কোপা দেল রে’র মুকুট উঠলো ভালভার্দের মাথায়।