ডেস্ক নিউজ: বাংলা নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, সহ-সভাপতি নরসিংদী জেলা জাতীয় পার্টি, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সমন্বয়কারী মো: নেওয়াজ আলী ভূঁইয়া।
এ উপলক্ষে এক বাণীতে তিনি বলেন, আগামীকাল শনিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুর হয়ে যাবে বাঙালির পহেলা বৈশাখের উৎসব। মহাকালের রথ তার যাত্রাপথে পেরিয়ে গেল বাংলা ১৪২৪ সনের সীমানা। নববর্ষে অতীতের সব গ্লানি ও বিভেদ ভুলে বাংলা নববর্ষ জাতীয় জীবনের সর্বক্ষেত্রে আমাদের ঐক্য আরও সুদৃঢ় করবে এবং বয়ে আনবে অফুরন্ত আনন্দের বার্তা।
বাঙালীর জীবনে বাংলা নববর্ষের আবেদন চিরন্তন ও সর্বজনীন। বাংলা নববর্ষ চিরায়ত বাংলার ঐতিহ্যে লালিত এক অনন্য দিন। পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির অন্যতম একটি উৎসব। এ উৎসবের সাথে মিশে আছে বাঙালির কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য ও হাজার বছরের গর্বিত ইতিহাস।
তিনি আশা প্রকাশ করেন যে, নতুন বাংলা নববর্ষ বাঙালির প্রতিটি মানুষের জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসবে এবং উন্নতির সোপানে জাতীয় জীবন ও দেশ আরো এগিয়ে যাবে।