বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন কুয়েত পুনর্গঠন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল কুয়েত সিটির রাজবাড়ী রেস্তোরাঁয় বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন কুয়েত কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোরশেদ আলম ভুইয়া।
সাধারণ সম্পাদক কুরবান আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব শওকত আলী।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপদেষ্টা তৌহিদুল আলম চৌধুরী, বিমল কান্তি রায় প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা জানান, বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন কুয়েত প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি অনেক টুর্নামেন্ট এর আয়োজন করেছে।বেশিরভাগ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ছিল কুয়েতস্থ বাংলাদেশ।
প্রধান উপদেষ্টা আলহাজ্ব শওকত আলী ২৫টি ফুটবল দল নিয়ে গঠিত বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন কুয়েতের পূর্বের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেন।
পরে গণতান্ত্রিক পন্থায় মোরশেদ আলম ভূঁইয়াকে সভাপতি ও দ্বিতীয় বারের মতো কোরবান আলীকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সিনিয়র সহ সভাপতি তারেক হাসান, সহ-সভাপতি সোহেল রানা, সহ-সভাপতি মোঃ মুসা মক্তম হোসেন, সহ-সভাপতি মমিন আল করিম,:সহ-সভাপতি নাজমুল হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক শফিউল্লাহ প্রদান, সাংগঠনিক সম্পাদক ওয়াসিম সানি, দপ্তর সম্পাদক সালাউদ্দিন সিকদারসহ অন্যান্যরা।