আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে তার সাম্প্রতিক এক মন্তব্যের জন্য মিয়ানমারের ডি ফ্যাক্টো নেত্রী অং সান সূ চী’র কাছে দুঃখ প্রকাশ করেছেন।
প্রেসিডেন্ট দুতার্তে গত ৫ এপ্রিল এক বক্তৃতায় বলেছিলেন, ”মিয়ানমারে গণহত্যা চলছে।” তিনি ওইদিন স্বদেশ থেকে বিতাড়িত রোহিঙ্গাদের ফিলিপাইনে আশ্রয় দেয়ার খায়েশও প্রকাশ করেছিলেন।
তবে গত শুক্রবার সকালে চীন থেকে ফিরে দাভাও আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই ভোল পাল্টে ফেলেন দুতার্তে। বলেন, মিয়ানমারের ”অভ্যন্তরীণ ব্যাপারে” হস্তক্ষেপের কোনো ইচ্ছাই আমার ছিল না। ”গণহত্যা” কথাটিও আমি আসলে ব্যঙ্গ করেই বলেছিলাম।
দুতার্তে এরপর সূ চী’র উদ্দেশে বয়ান দেন, ”আমি আপনার কাছে দুঃখ প্রকাশ করছি। তবে আপনিও হয়তো খেয়াল করেছেন যে, আমার বিবৃতিটা ছিল অলমোস্ট একটা ব্যঙ্গ। কারণ, এই ইউরোপিয়ানরা বলে বেড়াচ্ছে, বার্মায় মানবাধিকারের ব্যাপক লঙ্ঘন হচ্ছে। তারা বার্মার ওপর আক্রমণ শানিয়েই যাচ্ছে। তাই আমি বলি, তোমরা কী করছ? যারা আসলেই যুদ্ধের শিকার তাদের জন্য এক মুহূর্তের হলেও কোনো নিরাপদ আশ্রয় তৈরির কোনো পরিকল্পনা কি তোমাদের আছে? ওখানে একটা গৃহযুদ্ধ চলছে। কিন্তু না, এ নিয়ে কারো কোনো পরিকল্পনা নেই।”
প্রেসিডেন্ট দুতার্তের ভোল পাল্টানো মন্তব্য সম্বন্ধে ফিলিপাইনের রাজনৈতিক বিশ্লেষক র্যামন ক্যাসিপল বলেন, ”তার কাছে এটাই প্রত্যাশিত। কারণ, তার (দুতার্তে) নিজের বিরুদ্ধেই তো মানবাধিকার লঙ্ঘনের ব্যাপক অভিযোগ আছে।” সূত্র : আরব নিউজ