ছাইয়েদুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ করাচি কিংসকে হারিয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে উঠে গেছে ‘বুম বুম’ খ্যাত শহীদ আফ্রিদির দল পেশোয়ার জালমি। দল ফাইনালে উঠলেও খেলতে পারবেন না আফ্রিদি। গতকালের ম্যাচে ডান হাতে ইনজুরি পান তিনি। খেলতে না পারার নেপথ্যের কারণ এক ভিডিও বার্তায় নিজেই জানালেন।
শুক্রবার রাতে পিএসএলের তৃতীয় কোয়ালিফায়ারের ম্যাচে করাচি কিংসের বিপক্ষে কাইরন পোলার্ডের ক্যাচ ধরতে গিয়ে ডান হাতে চোট পান পেশোয়ার জালমির এই অলরাউন্ডার। এই চোট নিয়েই তাকে মাঠ থেকে বেড়িয়ে যেতে হয়। তার হাতে ১২টি সেলাই করা হয়েছে।
এক ভিডিও বার্তায় বুম বুম আফ্রিদি বলেছেন, ‘ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করছি, ৫ মার্চ পিএসএলের ফাইনাল খেলতে পারবো না বলে। ডাক্তার আমাকে ১০ দিনের বিশ্রাম দিয়েছে।’
তিনি আরও বলেন, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর। আমি লাহোরে পিএসএলের ফাইনাল খেলতে চেয়েছিলাম। কিন্তু কিছু বিষয় আছে যা আমাদের হাতে নেই।
করাচি কিংসের বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ের ম্যাচে এদিন আগে ব্যাট করে কামরান আকমলের (১০৪) সেঞ্চুরিতে ভর করে তিন উইকেটে ১৮১ রান সংগ্রহ করে পেশোয়ার। জবাব দিতে নেমে ১৫৭ রানে গুটিয়ে যায় করাচি। ২৪ রানে জিতে ফাইনালে চয়ে যায় আফ্রিদির পেশোয়ার।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই