অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :বরিশালের আগৈলঝাড়ায় প্রশাসনের সহায়তায় বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল ৮ম শ্রেণী পড়–য়া এক কিশোরী। পুলিশ কিশোরীর পিতাকে আটক করেছে।
স্থানীয় ও থানাসূত্রে জানা গেছে, উপজেলার রতœপুর ইউনিয়নের মোহনকাঠী গ্রামের আহম্মাদ হাওলাদারের ৮ম শ্রেণী পড়–য়া কিশোরী মেয়ে জেরিনা আক্তার (১৩)-র সাথে একই উপজেলার ছয়গ্রামের হাচেন মৃধার প্রবাসী ছেলে মাসুম মৃধার (২৫)-র বিয়ে ঠিক হয়। বিয়ের জন্য নির্ধারিত দিন ছিল সোমবার। এ খবর আগৈলঝাড়া থানা জানতে পেরে ওসি মো. মনিরুল ইসলামের নির্দেশে এসআই আ. হক ঘটনাস্থলে গিয়ে কিশোরীর পিতা আহম্মদ হাওলাদারকে আটক করে থানায় নিয়ে আসেন এবং বাল্য বিয়ে বন্ধ করে দেন। এসময় বরপক্ষের কোন লোকজন উপস্থিত ছিলনা বিধায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অবশেষে বাল্য বিয়ের হাত থেকে কিশোরী জেরিনা আক্তার রক্ষা পাওয়ায় এলাকার সবাই পুলিশের উদ্যোগের প্রশংসা করেছে।