আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে ইসলামপন্থীদের চরম বিক্ষোভের মুখে চাপে পড়ে অবশেষে পদত্যাগ করলেন দেশটির আইনমন্ত্রী জাহিদ হামিদ। রোববার রাতে পদত্যাগ করেন তিনি।
প্রায় তিন সপ্তাহ ধরে ব্লাসফেমি বা ধর্ম অবমাননার অভিযোগে জাহিদ হামিদের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছিলেন দেশটির জনগণ।
প্রসঙ্গত, তেহরিক-ই-লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ পার্টির নির্বাচনী ইশতেহারের একটি অংশে ইসলামের নবী মুহাম্মদের নাম বাদ পড়ে যায়। সেই ঘটনার জেরে আইনমন্ত্রী জাহিদ হামিদের অপসারণ চেয়ে বিক্ষোভ শুরু করে ইসলামপন্থীরা।
এ ঘটনায় ক্ষমাও চেয়েছেন আইনমন্ত্রী। তার দাবি, ভুলবশত এরকম হয়েছে। তারপরেও আন্দোলন চালিয়ে আসছিলেন বিক্ষোভকারীরা। তবে আইনমন্ত্রীর পদত্যাগের মাধ্যমে বিক্ষোভের অবসান ঘটেছে।
সূত্র : ডন, টাইমস অব ইন্ডিয়া