বিষয়- পরিবেশ ও নদী সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দু’দিন ব্যাপী ‘জীবন্ত সত্তা’ পদ্মা নদী রক্ষার ডাক প্রচারাভিযান প্রসঙ্গে।
জনাব,
তরুণ সংগঠন ‘ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস’র পক্ষ থেকে সবুজ শুভেচ্ছা নিবেন। ‘তারুণ্যের জয় হবে নিশ্চয়’ এ প্রত্যায়ে এগিয়ে চলা রাজশাহীর তরুণ সংগঠন ‘ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস’ বিগত ২০১৫ সালের ০৪ জুলাই থেকে রাজশাহীতে নিরাপদ সড়ক, নারী-শিশু নির্যাতন প্রতিরোধ, পরিবেশ-প্রতিবেশ, প্রাণ-প্রকৃতি ও প্রাণবৈচিত্র্য, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সুরক্ষা, মানুষসহ সকল প্রাণের খাদ্য নিরাপত্তা ও মৌলিক চাহিদা নিশ্চিত, সাংবিধানিক মৌলিক অধিকার ও মানাবাধিকার বাস্তবায়নসহ বৈষম্যহীন, বৈচিত্র্যপূর্ণ, আন্তঃনির্ভরশীল, অসা¤প্রদায়িক, সংবেদনশীল, বহুত্ববাদি এবং সহিংসতামুক্ত শ্রদ্ধাশীল মানবিক সমাজ বির্নিমানের লক্ষ্যে রাজশাহী তথা বরেন্দ্র অ লের স্থানীয় জনগোষ্ঠীর সমসাময়িক বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার পাশাপাশি জাতীয় বিভিন্ন জনগুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে কাজ করে যাচ্ছে।
বাংলাদেশে শহরের মধ্য দিয়ে প্রবাহিত অন্তত ২৮টি নদ-নদী দখল আর দূষণের শিকার হয়ে এখন মৃতপ্রায়। এমন মত প্রকাশ করেছেন বাংলাদেশের নদী গবেষকরা। অন্যদিকে নদীকে ‘জীবন্ত সত্তা’ হিসেবে ঘোষণা করেছে হাইকোর্ট। ২০১৯ সালের ০১ জুলাই হাইকোর্ট এ রায় দেন। আদালতের রায়ে দেশের সব নদ-নদীর দুষণ ও দখলমুক্ত করে সুরক্ষা, সংরক্ষণ ও উন্নয়ন করার জন্য ১৭ দফা নিদের্শনা প্রদান করা হয়েছে।
কিন্তু দেশের নদ-নদীগুলো দখল ও দূষণে শ্রীহীন হয়ে পড়েছে। রাজশাহীতেও পদ্মা দখল ও দূষণের কবলে পড়েছে। এতে পদ্মা তার স্বাভাবিকতা হারাচ্ছে। নদী তীরে ময়লা আবর্জনা ফেলায় বন্ধ হয়ে যাচ্ছে নদীর প্রবাহ। নদীতে ফেলা হচ্ছে চিপসের প্যাকেট, বিস্কুটের প্যাকেট, কোমল পানীয় বোতল আর ক্যানসহ সব ধরনের বর্জ্য। এতে নদীর পানি বিবর্ণ ও কালো রূপ ধারণ করেছে। ছড়াচ্ছে সেই পানি থেকে দুর্গন্ধ। যা পরিবেশ, প্রাণ-প্রকৃতি ও প্রাণবৈচিত্র্যের জন্য হুমকি স্বরুপ। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি রোধ ও জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় নদীর ভ‚মিকা অনেক বেশি। পরিবেশ-প্রতিবেশ, প্রাণ-প্রকৃতি ও প্রাণবৈচিত্র্য সুরক্ষা এবং বৈশ্বিক তাপমাত্রা ও জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় পদ্মা নদী দুষণমুক্ত ও স্বাভাবিক পানি প্রবাহ অব্যাহত রাখার পাশাপাশি এর নাব্যতা ফিরিয়ে আনতে হবে। সেই জন্য পদ্মা নদী দুষণমুক্ত করতে প্রয়োজন গণসচেতনতা। পদ্মায় বর্জ্য না ফেলে, পদ্মার পরিবেশ ভালো রাখতে মানুষকে সচেতন করে তোলা জরুরী। পৃথিবীর নির্মল বায়ুর সবুজ শহর হিসেবে স্বীকৃতি পেয়েছে রাজশাহী। তাই বিশ্ব নন্দিত শহর রাজশাহীর বুকে বয়ে চলা পদ্মা নদীকে পদ্মা নদীকে দুষণমুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন করতে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও তরুণ সংগঠন ‘ইয়্যাস (ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ)’ যৌথভাবে আগামী ১৬-১৭ জানুযারি ২০২০ইং রোজ বৃহস্পতিবার ও শুক্রবার সকাল ৯:৩০মিনিট হতে সন্ধ্য ৫.৪০মিনিট পর্যন্ত রাজশাহী মহানগরীর পাঠানপাড়াস্থ লালন শাহ্ মুক্তম প্রাঙ্গনে “প্লাস্টিক ও বর্জ্য মুক্ত পরিচ্ছন্ন পদ্মাপাড়, জীবন্ত নদী তারুণ্যের অঙ্গীকার” ¯েøাগানে আমরা দু’দিন ব্যাপী ‘জীবন্ত সত্তা’ পদ্মা নদী রক্ষার ডাক প্রচারাভিযানের আয়োজন করেছে। পরিবেশ ও নদী সুরক্ষায় আয়োজিত গণসচেতনতা প্রচারাভিযান কর্মসূচি সফল ও স্বার্থকভাবে সুসম্পূর্ণ করার জন্য আপনার সহযোগিতাসহ উপস্থিতি কামনা করছি।
অতএব, মহোদয় উপরোক্ত পরিবেশ ও নদী সুরক্ষায় আয়োজিত গণসচেতনতা প্রচারাভিযান কর্মসূচি সফল ও স্বার্থকভাবে সুসম্পূর্ণ করার জন্য আপনার সহযোগিতাসহ উপস্থিতি প্রত্যাশা করছি। আপনার সহযোগিতাসহ উপস্থিতি তরুণদের ভালো কাজে অনুপ্রাণিত করবে বলে আমরা আশাবাদী।
শুভেচ্ছন্তে-
(শামীউল আলীম শাওন)
সভাপতি
ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস, রাজশাহী।
মুঠোফোন ঃ ০১৭৯৪-৮৯৪৩১৫