ডেস্ক নিউজ : নরসিংদীর রায়পুরায় এক নববধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার ভোর সাড়ে ৫টার দিকে রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়ন পরিষদের একটি কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতে নববধূর স্বামী বাদী হয়ে রায়পুরা থানায় পাঁচজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেছেন। পুলিশ ও নববধূর পরিবার জানায়, ১৪ মার্চ নোটারি পাবলিকের মাধ্যমে এ দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হন।
গত মঙ্গলবার রাতে ওই নবদম্পতি নিজ ঘরে ঘুমিয়ে থাকলে রাত প্রায় ২টার দিকে স্থানীয় ফারুক ওরফে ইয়াবা ফারুকের নেতৃত্বে অলি মিয়া, স্বপন, আলম, আনোয়ারসহ সাত-আট জন তাদের ঘুম থেকে ডেকে তোলে। তারা নববধূর স্বামীর কাছে ৫০ হাজার টাকা দাবি করে। নতুবা তার স্ত্রীকে তুলে নিয়ে যাবে বলে ভয় দেখায়। টাকা দিতে অস্বীকার করায় তারা উত্তেজিত হয়ে তাকে মারধর করে। ভয়ে একপর্যায়ে ১০ হাজার টাকা দিলে তারা ওই নববধূকে জোর করে তুলে নিয়ে যায় এবং বাকি ৪০ হাজার টাকা পরিশোধ করা হলে তার স্ত্রীকে ফেরত দেওয়া হবে বলে জানায়। নববধূকে তারা রাতে স্থানীয় ফারুকের বাড়িতে রাখে। পরে ভোরে ডৌকারচর ইউনিয়ন পরিষদের একটি কক্ষে নিয়ে তাদের সঙ্গে থাকা অলি মিয়া নববধূকে ধর্ষণ করে। নববধূর স্বামী রাতে খোঁজাখুঁজি করে না পেয়ে সকালে পুলিশের দ্বারস্থ হন।
পুলিশ গত বুধবার দুপুরের দিকে ডৌকারচর ইউনিয়ন পরিষদ থেকে নববধূকে উদ্ধার করে রায়পুরা উপজেলা নারী সহায়তা ডেস্কে রাখে। পরে রাতে তার স্বামী বাদী হয়ে রায়পুরা থানায় পাঁচজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার সকালে ধর্ষিত নববধূকে ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নববধূর স্বামী একটি মামলা করেছেন। কাউকে এখনো আটক করা হয়নি। তবে অভিযান চলছে।