তুহিন মাহমুদ, বিশেষ প্রতিনিধি: নরওয়ের রাজধানী ওসলোতে পার্লামেন্টের সম্মুখে বার্মায় রোহিঙ্গা মুসলিমদের হত্যা বন্ধ, তাদের নাগরিকত্ব প্রদান ও দেশে ফিরিয়ে নিয়ে নাগরিক অধিকার প্রদানের জোড় দাবিতে এক মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।
গত কাল ( ১৩ সেপ্টেম্বর) সমাবেশে নরওয়ে বসবাসরত বিভিন্ন দেশের ইসলামিক সংগঠন, সামাজিক সংগঠন, মানবাধিকার সংগঠন সহ মানবতাবাদী মানুষ এই সমাবেশে যোগদেন।
নরওয়ের রাজধানী ওসলোতে অবস্হিত নরওয়ের পার্লামেন্টের সম্মুখে শান্তিপূর্ণ ভাবে তাদের অভিব্যক্তি তুলে ধরে বলেন, রোহিঙ্গারা বিশ্বের সবচেয়ে ভাগ্যহত জনগোষ্ঠী। এককালে যাদের ছিল স্বাধীন রাষ্ট্র, ক্ষমতা ও প্রভাব প্রতিপত্তি এখন তারাই অমানুষিক নির্যাতনের শিকার। শত শত বছর ধরেই নির্যাতিত হয়ে আসছে এই জনগোষ্ঠী। তাদের ভাগ্য বিড়ম্বনার ইতিহাস যে কাউকে নিঃসন্দেহে আপ্লুত করবে, ভারাক্রান্ত করবে। মননকে বিষিয়ে তুলবে এটাই স্বাভাবিক। কিন্তু তাদের কে নির্মম নির্যাতনের মাধ্যমে দেশান্তরিত করছে, নারী, শিশুকে নির্বিচারে গুলি করে হত্যা করছে। কুপিয়ে কুপিয়ে মারছে এটা বড় নির্মম। মানবাধিকার লংঙ্ঘন ও নিন্দিত একটি কাজ আর সেই কাজই করে চলছে।মায়ানমার সরকার।
সমাবেশে নেতৃবৃন্দ আরও উল্লেখ্য করে বলেন, এই হত্যাকান্ড বন্ধ করে তাদের কে নাগরিক অধিকার দেয়া হোক। তাদের দেশে ফিরিয়ে নিয়ে শান্তিপূর্ণ ভাবে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা হোক। আমরা উদ্বিগ্ন, ব্যকুল এই হত্যাযজ্ঞ স্মরণকালের সব কিছু ছাপিয়ে উঠছে।
সমাবেশে বাংলাদেশের নাগরিক বাঙলা ক্লাবের সভাপতি গোলাম মোয়াজ্জেম মিলন বলেন, অবিলম্বে এই হত্যাকান্ড বন্ধকরে তাদের দেশে ফিরিয়ে নেয়াহোক। রোহিঙ্গা মুসলমান মায়ানমারের নাগরিক তাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। বাংলাদেশে তাদের আশ্রয় দিয়েছে মানবতার দিক থেকে মিয়ানমার সরকারের উচিৎ যারা প্রকৃতদোষী তাদের খুঁজে বের করে বিচার করা হোক কিন্তু নীরিহ নিরাপরাধ মানুষ কে হত্যা বন্ধ করা হোক। তাদের নাগরিক অধিকার ফিরিয়ে দিয়ে দেশে ফিরিয়ে নেয়া হোক এবং গণহত্যা বন্ধের জোড় দাবি জানান।
জাতি সংঘ ও বিশ্ব মানবাধিকার সংগঠনের প্রতি আহবান জানান, অবিলম্বে যাতে এই সমস্যা সমাধানের জন্য তাঁরা এগিয়ে আসে।
এছাড়া মানববন্ধন ও সমাবেশে উপস্হিত ছিলেন, বাংলাদেশি কমিউনিটির বেল্লাল মাতুব্বর, মাইশা, মেহেদী, বাবলা সহ প্রমূখ।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই