> নবীগঞ্জে শেভরন এসএসসি পরীক্ষায় ১৭ কৃতি শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিলো
> প্রকৃত শিক্ষা গ্রহণ করে দেশ ও জাতিকে আলোকিত করার চ্যালেঞ্জ গ্রহণ করতে
> হবেঃ বিবিয়ানা গ্যাসপ্ল্যান্ট সুপার অস্টিন প্রাঙ্গার
> প্রেস বিজ্ঞপ্তিঃ শেভরন শিক্ষা কর্মসূচীর আওতায় শিক্ষাবৃত্তি প্রদান
> অনুষ্ঠানে বিবিয়ানা গ্যাসপ্ল্যান্ট সুপারিনটেনডেন্ট অস্টিন প্রাঙ্গার
> বলেন, প্রকৃত লেখাপড়ার মাধ্যমে নিজেদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে
> হবে। নিজে আলোকিত হয়ে শুধু পরিবারকেই নয়, বরঞ্চ সমাজ ও জাতিকে আলোকিত
> করতে হবে। তবেই সবাই তোমাদের নিয়ে গর্ব করবে।
> তিনি প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, এসএসসি পরীক্ষায় জীবনের শেষ নয়।
> তোমাদের যেতে হবে বহুদূর। তোমাদের উন্নয়ন যাত্রায় শেভরন সাথী হিসেবে
> তোমাদের সাথে থাকবে।
> আজ ২১ সেপ্টেম্বর সোমবার সকালে বাংলাদেশ ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার
> (বিডিএসসি)-এর উদ্যোগে ও শেভরন শিক্ষা কর্মসূচীর আওতায় ২০১৫ সালে এসএসসি
> পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে
> প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শেভরন বাংলাদেশ-এর আর্থিক
> সহযোগিতায় নবীগঞ্জ উপজেলার নাদামপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানটি আয়োজন করা
> হয়।
> নাদামপুর উচ্চ বিদ্যালয়-এর সভাপতি খালেদ আহম্মেদ পাঠান-এর সভাপতিত্বে
> অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ পৌরমেয়র অধ্যাঃ তোফাজ্জল হোসেন
> চৌধুরী, শেভরন বাংলাদেশ-এর ম্যানেজার (কমিউনিটি এনগেজমেন্ট) মলয় কুমার
> সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাদেক হোসেন। বক্তব্য রাখেন, ৩নং
> ইনাতগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাতেন, ৪নং দীঘলবাক ইউনিয়নের
> চেয়ারম্যান ছালিক মিয়া, শেভরন বাংলাদেশ-এর সমন্বয়কারী (কমিউনিটি
> এনগেজমেন্ট) আব্দুল লতিফ, বিডিএসসি’র টীম লিডার জহুরুল ইসলাম, নাদামপুর
> উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন দাস প্রমুখ। আরো উপস্থিত
> ছিলেন, ইনাতগঞ্জ আওয়ামীলীগ সভাপতি আব্দুল মালিক, সাধারণ সম্পাদক মুজিবুর
> রহমান, দীঘলবাক আওয়ামীলীগ সভাপতি সুজাত চৌধুরী, আওয়ামীলীগ নেতা আব্দুল
> খালিক, বিশিষ্ট কবি নীলুপা ইসলাম নিলু প্রমুখ।
> অনুষ্ঠানে অতিথিবৃন্দ ‘গোল্ডেন এ প্লাস’প্রাপ্ত এক শিক্ষার্থীকে নগদ ছয়
> হাজার টাকা এবং ‘এ প্লাস’প্রাপ্ত ১৬ শিক্ষার্থীদের প্রত্যেককে নগদ পাঁচ
> হাজার টাকা এবং ক্রেস্ট তুলে