বদরুল আলম চৌধুরী,বিশেষ প্রতিনিধি| উপজেলার বাংলাবাজারে রাজু সংগীত একাডেমীর উদ্যোগে অালোচনা সভা ও প্রশিক্ষণ অনুষ্টিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৩ ঘটিকায় রাজু সংগীত একাডেমীর হল রুমে ওস্তাদ বাউল বিরহী রাজুর সভাপতিত্বে ও ডাঃ ফখরুল ইসলাম চৌধুরী ‘র পরিচালনায়, এতে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন, বি-টিভির নিয়মিত গীতিকার ও বিশিষ্ট সমাজ সেবক অাব্দুল মুকিত, বলেন,শিল্পীরা গান গেয়ে একে অপরে মনে অানন্দ জোগাতে চেষ্টা করে। তাদের গানের মাধ্যমে সমাজের অসপৃষ্টতার প্রতিচ্ছবি ফুটে উটে। অামি অাশা করি রাজু সংগীত একাডেমী ছাত্র /ছাত্রীরা ভবিষ্যৎতে দেশ ও জাতির সুনাম বয়ে অানবে। বিশেষ অথিতি হিসেবে উপস্তিত ছিলেন,বাহুবল মডেল থানার এস.আই মো: বাছির অালম,ইউ/পি সদস্য অাব্দাল মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম অাহবায়ব অাবুল কালাম মিটু, ডা:তৌফিক অালী সরদার। এতে অনন্যদের মধ্যে বক্তব্য রাভরন কাজীর বাজার অালী হোসেন শিল্পীগোষ্ঠীর সভাপতি এখলাছুর রহমান অাজাদ,অাব্দুল সালাম,অা:রব বাউল হেলাল উদ্দিন,শিল্পী বিশ্ব জিৎ,রেদুয়ান।অনন্যদের মধ্যে উপস্তিত ছিলেন রাজু সংগীত একাডেমীর মহিলা সম্পাদিকা তরুন কন্ঠশিল্পী বিরহী রিমা, বিরহী নয়ন,বিরহী মুন্নী,বিরহহী ফারজানা ফারজা,জালাল।অুনষ্টান পূবে মহুতে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরন করেন রাজু সংগীত একাডেমীর প্রতিষঠাতা সভাপতি ওস্তাদ বাউল বিরহী রাজু ও ছাত্র /ছাত্রী বৃন্দ।