সাধারণত দিনের সাজ হয় হালকা। তাই রাতের অনুষ্ঠান বাদে ডায়মন্ডের যেকোনো গহনা বেশি চটকদার লাগতে পারে। তবে একটু বুঝেশুনে পরলে বেশি উজ্জ্বলভাব এড়ানো যায়।
ভিশাল জুয়েলস’য়ের কর্ণধার সৌরভ ও রাহুল মাহেস্বরি এবং ‘শ্রী হরি ডায়াজেমস’য়ের কর্ণধার ভিনয় গুপ্তা জানাচ্ছেন দিনের বেলায় হীরার গহনা পরার পন্থা।
* কোনো দ্বিধা ছাড়া যেকোনো নারী ইচ্ছ করলে সারাদিন হীরার আংটি পরতে পারেন।
* দিনের বেলায় পরার জন্য হীরার গহনার নকশা হতে হবে সুক্ষ্ম। এতে বেশি উজ্জ্বল লাগবে না আবার নজরও কাড়বে না।
* যদি বুঝতে না পারেন দিনের কোনো উৎসবে ঠিক কতটা গহনা পরবেন তাহলে অল্প দিয়ে শুরু করুন। সাধারণভাবে হাতে ব্রেসলেট, আঙুলে আংটি আর এক জোড়া কানের দুলই দিনের সাজসজ্জায় যথেষ্ট।
* ব্রেসলেট বেশি ঝকঝকে না পরে হালকা নকশার ডায়মন্ড ব্রেসলেট দিনের অনুষ্ঠানে বেশি মানাবে।
* সাধারণভাবে মনে করা হয় বেশি গহনা পরলে দেখাবেও ভালো। তবে সত্যি কথা হচ্ছে একেবারে বেশি গহনা পরলে খুবই খারাপ দেখায়।
* গলায় গুটি বসানোর চেইন নেকলেস সঙ্গে কানে ঝোলান হীরার ঝুমকা; দুহাতে বালা আর আঙুলে কয়েকটা আংটি- দিনের সাজে এই কয়েকটা হীরা গহনাই আপনাকে দেবে মানানসই চাকচিক্য।