এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ী পল্লীর খড়ের গাদা থেকে থানা পুলিশ ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।
ফুলবাড়ী থানার অফিসার ইন চার্জ মোঃ মোকসেদ আলী বলেন, গ্রামবাসিদের মাধ্যমে খবর পেয়ে বুধবার বেলা ১২টায় উপজেলার কাজিহাল ইউনিয়নের ঝাঝিরা গ্রামে মতিয়ার রহমান এর খলায় খড়ের গাদায় বিশেষ ভাবে লুকিয়ে রাখা দুটি পোটলা উদ্ধার করা হয়। এ সময় গ্রামবাসীদের সামনে পোটলা দুটি খুলে সেই পোটলায় আমদানি নিষিদ্ধ ১শ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধার কৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। এই ঘটনায় এসআই শাহ আলম বাদী হয়ে ফুলবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ১টি মামলা দায়ের করেছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, খড়ের গাদা থেকে ফেন্সিডিল উদ্ধার হওয়ায় ওই এলাকাবাসিদের উপচে পড়া ভিড় জমেছে। এ সময় মতিয়ারের এর জামাতা একই গ্রামের আনসার আলীর ছেলে খাদেমুল ইসলাম বলেন, সকাল ৯টার সময় তার শ্বাশুড়ি আমেনা বেগম খড়ের গাদায় খড় আনতে গিয়ে খড়ের গাদায় লুকিয়ে রাখা দুটি পোটলা দেখতে পায়। এরপর তার শ্বাশুড়ি বিষয়টি তার জামাতা মোঃ খাদেমুলকে জানালে ফুলবাড়ী থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ফেন্সিডিল উদ্ধার করে থানায় নিয়ে যায় ।
দিনাজপুরে ১শ বোতল ফেন্সিডিলসহ মহিলা আটক
এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ৬ অক্টোবর সকাল ৯টায় দিনাজপুর জেলা মাদকদ্রব্য অফিস গোপন সূত্রের ভিত্তিতে দক্ষিণ কোতয়ালীর স্বরসতীপুর গ্রামে অভিযান চালিয়ে উক্ত এলাকার মোজাম্মেল হক মোজা’র নিজ বসত বাড়ী হতে তার স্ত্রী মোছাঃ তহুরা বেগম (২৮) কে ১শত বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক করা হয়। আটকৃত তহুরা বেগমের স্বামী মোজাম্মেল হক মোজা ইতিপূর্বে মাদকের মামলায় জেল হাজতে রয়েছে। স্বামীর অনুপস্থিতে তহুরা বেগম মোজার ব্যবসা নিজে পরিচালনা করে আসছে। এ বিষয় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস’র সহকারী পরিচালক মোঃ শহিদুল মান্নাফ কবীর এর নিকট জানতে চাইলে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অত্র অফিসের পরিদর্শক গোলাম রব্বানীর নেতৃত্বে একটি দল অভিযানটি সম্পন্ন করে। কোতয়ালী থানায় সপর্দ করা হলে তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়।