আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মনোনিত হলে ক্ষেপণাস্ত্র সক্ষমতা আরো জোরদার করা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি। প্রেসিডেন্ট হাসান রুহানির দ্বিতীয় মেয়াদের প্রশাসনে জেনারেল আমির হাতামি প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন।
আজ (বৃহস্পতিবার) ইরানের জাতীয় সংসদ মজলিশে শূরার সদস্যদের সামনে দেয়া বক্তৃতায় জেনারেল আমির হাতামি এ মন্তব্য করেন। আগামী চার বছরের জন্য প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেলে দেশের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বহুগুণে উন্নীত করা হবে বলে সংসদ সদস্যদের কাছে জেনারেল হাতামি প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়া, এ সময়ে ইরানের যুদ্ধ এবং প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, কৌশলগত আকাশ ও নৌ শক্তি জোরদার করা এবং বিশেষায়িত বাহিনীর সংখ্যা বাড়ানো হবে বলে প্রতিশ্রুতি দেন হাতামি।
মনোয়ন সংক্রান্ত সংসদের আজকের বিতর্কে চার জন সংসদ সদস্য নয়া প্রতিরক্ষামন্ত্রীর পক্ষে বক্তব্য দিয়েছেন। এদের মধ্যে কেউই হাতামির যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন নি। প্রেসিডেন্ট হাসান রুহানির প্রশাসনে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নির্বাচিত হতে হলে হাতামিকে সংসদ সদস্যদের সংখ্যা গরিষ্ঠ আস্থা ভোট পেতে হবে।
সূত্র: পার্সটুডে
অগ্রদৃষ্টি.কম // এমএসআই