ত্রাণের নমুনা
নাসরিন আক্তার মৌসুমী
চারিদিকে আহাজারি কর্মহীন মানুষ
দিন আনে দিন খায় তাই তাঁরা দিনমজুর
নাই তাদের ব্যাংক ব্যালেন্স নাই খাবার মওজুদ
এই দেখে প্রধানমন্ত্রীর প্রাণটা করে হা-হুশ
গরিব-দুঃখীর ক্ষুধার জ্বালা সইতে না পেরে
কোটি কোটি টাকার ত্রাণ বিতরণ করেন;
শহর-গ্রাম প্রবাস সবার কষ্ট লাঘবে
দিয়ে যান বস্তায় বস্তায় চাল ডাল তেল
যাদের আছে ঢের তাদের চাই অঢেল
চটিনেতা,পাতিনেতা, ছাতিনেতারা
ত্রাণের চাল ডাল তেল লুকিয়ে ফেলে মাটির গভীরে
কিছুকিছু ত্রাণ লোক দেখানো বিলায় গরিবের তরে
বাকি ত্রাণ চলে যায় আপনজনদের ঘরে!
সরকারি ত্রাণে তুলে কত সেলফি;
ভাবটা যেন সে মহান দানবীর!
করোনার এই দিনে করিস না এমন খেলা
বিধাতা চেপে ধরলে ছাড় পাবি না কোন বেলা
সময় এখন মানবিকতার দেখা মানবতা,
পরের ত্রাণের নমুনা না দেখিয়ে
নিজের ত্রাণের নমুনা দেখা!!