জাকির সিকদার: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে সভাপতি পদে দৈনিক ইত্তেফাকের জামাল উদ্দীন ও সাধারণ সম্পাদক পদে গাজী টিভির প্রধান প্রতিবেদক রাজু আহমেদ বিজয়ী হয়েছেন। ডিআরইউ’র সাগর-রুনি মিলনায়তনে সোমবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার। সদস্য হিসেবে রয়েছেন নিউজ টুডে সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, এটিএন বাংলার প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম-সম্পাদক আবু তাহের ও বিএফইউজে’র মহাসচিব এম এ আজিজ। এবারের নির্বাচনে সভাপতি পদে বর্তমান সভাপতি দৈনিক ইনকিলাবের সাখাওয়াত হোসেন বাদশা ও সাবেক সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাকের জামাল উদ্দীন প্রতিদ্বন্দ্বিতা করেন। সাধারণ সম্পাদক পদে গাজী টিভির প্রধান প্রতিবেদক রাজু আহমেদ ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জ্যেষ্ঠ প্রতিবেদক মুরসালিন নোমানী ও ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক (অনলাইন) ফেরদাউস মুবারক।
এবারের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন— সহ-সভাপতি পদে দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার শরীফুল ইসলাম, নারী বিষয়ক সম্পাদক পদে একই পত্রিকার সুমী খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মানবজমিনের সিনিয়র রিপোর্টার কাফি কামাল, সাংস্কৃতিক সম্পাদক পদে নতুন সময় ডটকমের মনিরুল ইসলাম, আপ্যায়ন সম্পাদক পদে নবচেতনার প্রধান প্রতিবেদক আমিনুল হক ভূঁইয়া ও কল্যাণ সম্পাদক পদে নয়াদিগন্তের সিনিয়র রিপোর্টার জিলানী মিল্টন।