অর্থনীতি ডেস্ক: ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানের ঝুঁকি ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থাকে শক্তিশালী করার ওপর জোর দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজম্যান্ট- বিআইবিএম মিলনায়তনে ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও কমপ্ল্যায়ান্স বিষয়ক এক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময়, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থাকে ব্যাংকের বোর্ড পরিচালকদের তৃতীয় চোখ হিসেবে উল্লেখ করেন রাজী হাসান। সেমিনারে, সহজে ঋণ প্রাপ্তি ও নিরাপদ বিনিয়োগ বৃদ্ধিতে এই ব্যবস্থার বিভিন্ন সহায়ক দিক তুলে ধরা হয়।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান বলেন, ‘এটা খুবই পরিস্কার যে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা যতোটা শক্তিশালী হবে, ব্যাঙ্কের ঝুঁকি ব্যবস্থাপনা ততটা সুন্দরভাবে কাজ করবে। এটি বিনিয়োগ বাড়াতে বিশেষভাবে সহায়ক। এই ব্যবস্থার দুর্বলতার করণে বিভিন্নসময় বিভিন্ন বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। ব্যাঙ্ক ব্যবস্থাকেও উন্নত করতে কেন্দ্রীয় ব্যাঙ্ক থেকে নতুন নতুন পলিসি সাপোর্ট দিতে আমরা গুরুত্বসহ কাজ করছি।’