রাঙ্গুনিয়া সংবাদদাতা : রাঙ্গুনিয়া উপজেলার মুরাদের ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল, প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি,মোস্তফা বদিউল খায়ের চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. মোজাম্মেল হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার কাউন্সিলর তারেকুল ইসলাম চৌধুরী, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসাইন, অর্থ সম্পাদক জগলুল হুদা, পৌরসভা আওয়ামীলীগ নেতা ওর ফারুক চৌধুরী, ব্যবসায়ী রাসেল চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিলি রাণী বড়–য়া, পরিচালনা কমিটির আজিজুল ইসলাম, মো. ইলিয়াছ চৌধুরী, খোকন চৌধুরী, রনজিত বড়–য়া, মাদল বড়–য়া, মোক্তার হোসেন, আব্দুল মান্নান, মিনতি বড়–য়া, আজিজুল ইসলাম, রওশন আলী খাঁন, নুরল আজিম, আবু তালেব, এসএম পেয়ারুল ইসলাম, রাঙ্গুনিয়া কলেজ ছাত্রসংসদ ভিপি শহীদুল ইসলাম সোহেল, শিক্ষিকা শোভা রানী বড়–য়া, পারভিন আক্তার, জয়শ্রী দে, তাপস চক্রবর্তী, ফারজানা নাসরিন, তাপসী চৌধুরী বড়–য়া, খাইরুন নাহার লাহেড়ী, সংগীতা দাশ প্রমুখ।
ছবির ক্যাপশন : রাঙ্গুনিয়া মুরাদের ঘোনা স্কুলে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করেন মো. মোজাম্মেল হোসেন চৌধুরী
শোক দিবস উপলক্ষে রাঙ্গুনিয়া আলমশাহ পাড়া মাদ্রাসায় দোয়া মাহফিল
রাঙ্গুনিয়া সংবাদদাতা : রাঙ্গুনিয়া আলম শাহ পাড়া কামিল মাদ্রাসা পরিচালনা কমিটির আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মাদ্রাসার অধ্যক্ষ মীর মুহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা কৃষক লীগ সভাপতি আবদুল মান্নান তালুকদার। বক্তব্য রাখেন মাদ্রাসার প্রধান মুফতি মাহমুদুল হাছান, মুফাস্সির আবদুস শহীদ, প্রভাষক আলমগীর চৌধুরী, মো. মনিরুজ্জামান, কামরুন নাহার, ছাত্র সুলতান মাহমুদ চৌধুরী প্রমুখ।