আন্তর্জাতিক ডেস্ক : জর্দানে এমনিতেই ৭০ বছর অথবা তার বেশি বয়সী নাগরিকদের চিকিৎসায় সরকারি ভর্তুকির ব্যবস্থা আছেই, তার ওপর এবার দেশটি এবার দেশের ৬০ বছর অথবা তার বেশি বয়সী নাগরিকদের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে করার উদ্যোগ নিতে যাচ্ছে।
গত মঙ্গলবার জর্দান সংসদের নিম্ন কক্ষে এ বিষয়ে একটি আইনের খসড়া উত্থাপন করা হয়।
এ প্রসঙ্গে খসড়া আইন প্রণেতা প্যানেলের সদস্য রিয়াদ আজম এমপি বলেন, ৬০ থেকে ৬৯ বছর বয়সী নাগরিকদের স্বাস্থ্যবীমার আওতায় আনতে ২৩ মিলিয়ন জর্দানী ডলারের মতো খরচ হবে। চিকিৎসাসেবা খাতে বরাদ্দকৃত অর্থ থেকে এ ব্যয় মেটানো যাবে। সূত্র : জর্দান টাইমস