অগ্রদৃষ্টি ডেস্ক: চট্টগ্রাম বন্দর জেটিতে জাল পরিচয়পত্র প্রদর্শন করে অনুপ্রবেশের চেষ্টার দায়ে সাধন দত্ত (২৪) নামে এক যুবককে আটক করেছে বন্দরের নিরাপত্তারক্ষীরা। পরে তাকে বন্দর থানা পুলিশকে সোপর্দ করা হয়।
সোমবার চট্টগ্রাম বন্দরের ৪ নম্বর জেটির প্রবেশপথ থেকে তাকে আটক করা হয়।
আটক সাধন দত্ত ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার জগৎপুর গ্রামের বরুণ দত্তের ছেলে। তিনি নগরীর পূর্ব গোসাইলডাঙ্গা এলাকায় থাকেন।
বন্দর থানার এসআই পিজুস বলেন, ‘বন্দরের নিরাপত্তারক্ষীরা অবৈধ অনুপ্রবেশের দায়ে এক কথিত সিএণ্ডএফ কর্মচারিকে পুলিশে সোপর্দ করেছে। তাদের অভিযোগ, আটক সাধন দত্ত প্রথমে জাল পরিচয়পত্র দেখিয়ে ও পরে জোরপূর্বক বন্দর জেটিতে প্রবেশের চেষ্টা করে। আমরা বিষয়টি যাচাই-বাছাই করে দেখছি।’