অগ্রদৃষ্টি ডেস্কঃ শনিবার দুপুরে হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক আর নেই। অনেকেই তার মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাসও দেন!
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের এ খবর উড়িয়ে দিয়েছেন মেয়রের স্বজনরা। লন্ডনে অবস্থানরত মেয়র আনিসুল হকের ছেলে নাভিদুল হক বলেন, ‘বাবার (আনিসুল হক) শারিরীক অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে। কোনো ধরণের বিভ্রান্তিকর খবরে কান না দেয়ারও আহ্বান জানিয়েছেন নাভিদুল।
এদিকে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ডেইজি সারোয়ার বলেন, আমাকেও ফেসবুকে অনেকেই গুজবের কথা বলেছেন। তবে লন্ডনে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে, মেয়র আনিসুল হক এখন আগের চেয়ে একটু ভালো আছেন। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডনে যান ডিএনসিসি মেয়র আনিসুল হক। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
তিনি সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালীর প্রদাহ) আক্রান্ত হন বলে পরিবার ও ব্যক্তিগত কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়।