জাকির সিকদার,টংগি থেকে :গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামাতের ৫ দিনব্যাপী জোড় ইজতেমা আগামী ২০ নভেম্বর শুক্রবার থেকে শুরু হবে। আগামী ২৪ নভেম্বর মঙ্গলবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের জোড় ইজতেমা।
জোড় ইজতেমা সফল করতে ময়দানে প্যান্ডেল তৈরী কাজে টঙ্গী গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা আসতে শুরু করছে। তারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে প্যান্ডেল তৈরীর কাজ করছেন। কেউ বাশের খুটি গারছেন, আবার কেউ চট টেনে নিচ্ছেন। কেউ কেউ মাঠের ময়লা আবর্জনা পরিস্কার করছেন। এতে করে ছামিয়ানার কাজ এগিয়ে চলছে।
জোড় ইজতেমায় তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বীদের জিকির আসকার ও আগামী বছরের বিশ্ব ইজতেমার প্রস্তুতি সম্পর্কে আলোচনা করা হবে। এরপরই শুরু হবে ২০১৬ সালের ৮ জানুয়ারী শুক্রবার থেকে দুই পর্বের বিশ্ব ইজতেমার মাঠ তৈরির কাজ।
ইজতেমা ময়দানের মুরুব্বী মাওলানা গিয়াস উদ্দিন আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে বলেন, আগামী বছরের ৮ জানুয়ারী শুক্রবার থেকে ১০ জানুয়ারী রবিবার প্রথম পর্ব এবং ৪ দিন বিরতির পর ১৫ জানুয়ারী শুক্রবার ২য় পর্বের বিশ্ব ইজতেমা শুরু হয়ে ১৭ জানুয়ারী রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে। তিনি আরো বলেন, দুই পর্বের বিশ্ব ইজতেমায় এবার দেশ বিদেশের অর্ধকোটি মুসল্লি সমবেত হবেন বলে আশা করছেন। অপরদিকে আগামী বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের ওজু গোসল এবং প্রস্রাব-পায়খানার সুবিদার্থে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ পাকা স্থাপনা তৈরি ও পুরাতন গুলোর মেরামত কাজ করছেন।