জালিয়াতির মাধ্যমে বাংলাদেশ কৃষি ব্যাংকের ৪৯ কোটি টাকা আত্মসাতের মামলায় এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
শুক্রবার বিকালে গুলশান-২ নম্বর এলাকা থেকে জসিম আহমেদকে (৫৬) গ্রেপ্তার করা হয় বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
জসিম ‘ফেয়ার ইয়ার্ন প্রসেসিং লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক।
প্রণব জানান, ভুয়া কাগজপত্র তৈরি করে বন্ধক দেখিয়ে কৃষি ব্যাংক কারওয়ানে বাজার কর্পোরেট শাখার কয়েকজন কর্মকর্তার যোগসাজশে ঋণ সুবিধা নিয়ে ৪৯ কোটি ২৬ লাখ ২৪ হাজার ৯৭৫ টাকা আত্মসাতের অভিযোগে শুক্রবার তেজগাঁও থানায় ওই মামলা হয়।
দুদকের উপপরিচালক মো. শামসুল আলমের দায়ের করা মামলায় জসিমসহ সাতজনকে আসামি করা হয়।
অপর আসামিরা হলেন-মেসার্স রোজবার্গ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হযরত আলী, কৃষি ব্যাংকের সাবেক সিনিয়র প্রিন্সিপল অফিসার (এসপিও) আবুল হোসেন ও গোলাম রসুল, সাবেক এজিএম সারোয়ার হোসেন, সাবেক ডিজিএম ও শাখা ব্যবস্থাপক জুবায়ের মনজু ও সাবেক উপ-মহাব্যবস্থাপক ইকবাল হোসেন মোল্লা।