অগ্রদৃষ্টি ডেস্কঃ কুয়েতের ইংরেজি দৈনিক আরব টাইমস অনলাইন সংস্করণে উল্লেখ করেছে যে, ৩০শে মে এর পর কুয়েতের জনজীবন স্বাভাবিক হতে যাচ্ছে। তবে দুই এলাকায় ফের থাকছে আংশিক লকডাউন ও কারফিউ।
দেশটির উক্ত পত্রিকা আরো জানায়, কুয়েতের টোটাল লকডাউন ও কারফিউ উঠিয়ে নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে সরকারি অফিস-আদালতে সীমিত কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করা হবে।
তবে আগে থেকে জিলিব আল-সুয়েখ ও মাহবুলা এলাকার চলমান লকডাউন ও কারফিউ এর মেয়াদ আংশিকভাবে বাড়ানো হবে।