আ হ জুবেদঃ গতকাল ২১শে জুন ২০১৮ইং রোজ বৃহস্পতিবার কুয়েতের ওয়াফরা এলাকার ৬০০নং রোডে রুহুল আমিন চৌধুরী নামে এক প্রবাসী বাংলাদেশী সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
নিহত রুহুল আমিনের ভাগিনা ম্যানেজার এসোসিয়েশান কুয়েতের ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক হাসান কামাল জানিয়েছেন, নিহত রুহুল আমিন গাড়ি ড্রাইভিং অবস্থায় হৃদরোগে আক্রান্ত হলে, চলন্ত গাড়িটি রাস্তার পাশে থাকা একটি লাইট পোস্টের সাথে ধাক্কা লাগে, আর তখনই রুহুল আমিন ঘটনাস্থলে প্রাণ হারান।
কুমিল্লা জেলার হোমনা থানার চাঁন্দের চর গ্রামের (চৌধুরী বাড়ি) নিহতের পূর্বের ভিটেমাটি, বর্তমানে নিহতের দুই ভাই সহ পুরো পরিবার মুরাদনগর থানার নগরপাড় গ্রামে বসবাসরত, নিহত রুহুল আমিন ১৯৮৩ সালে কুয়েত এসেছিলেন, তিনি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ড্রাইভিং এর কাজ করছিলেন।
বর্তমানে নিহত রুহুল আমিনের মরদেহ কুয়েতের ফরওয়ানিয়া হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সকল আইনি প্রক্রিয়া শেষে রুহুল আমিনের মরদেহ দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন কুয়েতে থাকা নিহত রুহুল আমিনের আত্মীয় স্বজন।