স্টাফ রিপোর্টারঃ দেবী দুর্গা মাকে বিসর্জনের মধ্যদিয়ে সনাতন ধর্মাবম্বলীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীরা চোখের জলে মা দেবী দুর্গাকে বিদায় জানালেন।
গতকাল মঙ্গলবার কুয়েতের বাঙ্গালী অধ্যুষিত হাসাবিয়া এলাকার ৭টি পূজা মণ্ডপ থেকে সনাতন ধর্মাবম্বলীরা ধর্মীয় রীতি অনুযায়ী কুয়েত সাগরে প্রতিমা বিসর্জন দিয়ে উক্ত আনুষ্ঠানিকতার শেষ পর্বটি সেরে নেন।
গত ৭ অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে হিন্দু ধর্মাবলম্বীদের ৫ দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমীতে কুয়েতে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার নারী-পুরুষ ধর্মীয় নানা আচার অনুষ্ঠান পালন করেন। বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে তারা এ আনুষ্ঠানিকতা শেষ করেন।