বিশেষ প্রতিনিধিঃ গতকাল ৩০শে জুন রোজ শনিবার বাংলাদেশ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন,কুয়েত এর উদ্যোগে কুয়েত সিটির এক হোটেলে সরকার ঘোষিত প্রবাসীদের কল্যাণে বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে অবগত করতে সংবাদ কর্মীদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি, কুয়েতে এনটিভির প্রতিনিধি মঈন উদ্দিন সরকার সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, কুয়েতে বাংলাটিভির প্রতিনিধি আ হ জুবেদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি, কুয়েতে আরটিভির প্রতিনিধি মোহাম্মদ জালাল উদ্দিন, সহ সভাপতি, কুয়েতে যমুনা টিভির প্রতিনিধি শেখ এহসানুল হক খোকন, সহ সভাপতি, কুয়েতে সময় টিভির প্রতিনিধি শরিফ মোহাম্মদ মিজানুর রহমান,সাংগঠনিক সম্পাদক, কুয়েতে মাইটিভির প্রতিনিধি আল-আমিন রানা,প্রিন্ট মিডিয়ার সাংবাদিক নাসের উদ্দিন খোকন, কবি ও সাংবাদিক ইমরান সিকদার ও কুয়েতে আনন্দ টিভির প্রতিনিধি মোহাম্মদ সেলিম হাওলাদার।
আলোচনা সভায় প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে সাংবাদিকরা বিষদ আলোচনা করেন এবং প্রবাসী সাংবাদিকরা আগামীতে প্রবাসীদের সচেতনতার লক্ষ্যে বড় পরিসরে একটি সেমিনার করার সিদ্ধান্তে ঐক্যমতে পোঁছেন।
এদিকে বাংলাদেশ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন কুয়েতের সাংগঠনিক সম্পাদক, কুয়েতে মাইটিভির প্রতিনিধি আল-আমিন রানা অবকাশকালিন ছুটিতে দেশে যাওয়া উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে বিশেষ সম্মাননাসূচক ক্রেস্ট প্রদান করা হয়।
পরে অসুস্থ আজকের সূর্যোদয়ের কুয়েত ব্যুরো প্রধান প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইয়াকুবের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।