
স্বাধীনতার সোপানে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যানারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাস আলোচনা সভার আয়োজন করে।
রোববার (২৬ শে মার্চ) কুয়েতের মিসিলা এলাকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন,মিনিস্টার (শ্রম) ও
চার্জ দ্যা এ্যাফেয়ার্স আবুল হোসেন।

দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় বাংলাদেশ থেকে পাঠানো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা।
এসময় উপস্থিত ছিলেন, কুয়েতে সোনালী ব্যাংক প্রতিনিধি মোঃ লুতফুর রহমান, বিমান কান্ট্রি ম্যানেজার এ বি সিদ্দিকী, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, কুয়েতে বাংলাদেশ কমিউনিটির নানা শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশীরা সহ প্রবাসী গণমাধ্যম কর্মীরা।

দূতাবাসের কর্মসূচির মধ্যে ছিল, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বাণী পাঠ, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের আত্মার শান্তি কামনা, বাঙালি জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
আ হ জুবেদ