
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ।ফরজ রোজা কোনোভাবেই ছাড়া যাবেনা।
মহান আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং যারা ব্যবসার ক্ষেত্রে প্রতারণার আশ্রয় না নিয়ে সততার সঙ্গে ব্যবসা-বাণিজ্য করে তাদের জন্য রাসূলুল্লাহ (সা.) বিশেষ সুসংবাদ প্রদান করেছেন।
কুয়েতে রাইয়ান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এক ইফতার মাহফিলে
এসব কথা বলেন,স্থানীয় উযারাতুল আওকাফের খতীব শেখ এমদাদুল্লাহ বেলালী।
বুধবার (২৬ মার্চ) কুয়েতের জিলিব আল সুয়েখ এলাকায় বিলকিস মসজিদ সংলগ্ন এক হলরুমে রাইয়ান ফাউন্ডেশনের চেয়ারম্যান হারুনুর রশীদ এর আমন্ত্রণে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, মাওলানা হারুন।

মাওলানা নুরুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উযারাতুল আওকাফের খতীব শেখ এমদাদুল্লাহ বেলালী।
প্রধান বক্তা ছিলেন, উযারাতুল আওকাফের খতীব নুরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, ইসলামি ঐক্য সংস্থা কুয়েতের সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাসেম।
ইফতার পূর্ববর্তী দোয়া পরিচালনা করেন বিলকিস মসজিদের ইমাম শেখ হাসান নাহলাবীর।