কুয়েতে গাউসিয়া কমিটি ফাহাহিল আঞ্চলিক শাখার উদ্যোগে দেশটির ফাহাহিল সিটির এক হোটেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল ও সংগঠন এর ফাহাহিল আঞ্চলিক কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) স্থানীয় সময় রাত ৮টায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ নিজাম।
মোহাম্মদ রহিম উদ্দীনের সঞ্চালনায় এতে
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা হোসাইন আলকাদেরি।
প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা কামরুল।
বিশেষ অতিথি ছিলেন মাওলানা মহিউদ্দিন,আঞ্জুমানে আল ইসলাহ কুয়েত শাখার সাধারণ সম্পাদক মাওলানা কাউসার আহমদ সেলিম,মাওলানা আব্দুল্লাহ সহ আরও অনেকে।
অনুষ্ঠানে উদ্ভোধনী বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি কুয়েত শাখার উপদেষ্টা মন্ডলীর চেয়ারম্যান তোহিদুল আলম চৌধুরী।
এছাড়াও বক্তব্য রাখেন মোহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ শফি, সাইদুল হক, আনোয়ার, মোহাম্মদ মাসুদ, নাইম, সম্রাট, ফোরকান, জাবেদ, আকিব, সাদ্দাম ও মহিউদ্দিন।
বক্তারা ঈদে মিলাদুন্নবী এর তাৎপর্য তুলে ধরে বলেন, ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। ৫৭০ সালের এই দিনে মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী হজরত মুহাম্মদ (সা.) আরবের মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলোকিত করে জন্মগ্রহণ করেছিলেন।
তারা বলেন, এ দিনটি পালন নিয়ে অনেকে নেতিবাচক মন্তব্য করে থাকেন। “কিন্তু ঈদে মিলাদুন্নবী কেন পালন করা যাবেনা” এর সঠিক ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ দিতে পারেননি।
অনুষ্ঠানে মোহাম্মদ নিজামকে সভাপতি,মোহাম্মদ মাসুদকে সিনিয়র সহ সভাপতি,মোহাম্মদ আনোয়ারকে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ সম্রাটকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট ফাহাহিল শাখা কমিটি ঘোষণা করা হয়।