আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান কাতার সফরে গেছেন। সৌদি আরবসহ কয়েকটি আরব দেশের সঙ্গে কাতারের মারাত্মক কূটনৈতিক সংকট শুরুর পর এ নিয়ে তিনি দ্বিতীয়বার দোহা সফরে গেলেন।
মঙ্গলবার এরদোগান রাজধানী দোহায় পৌঁছান এবং এরইমধ্যে তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে আলোচনা করেছেন। মাস খানেক আগে কাতারের আমির আংকারা সফর করেছিলেন এবং সে সময় দু নেতার মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। কাতার সফরের সময় এরদোগান তুর্কি-কাতার সুপ্রিম স্ট্র্যাটেজিক কমিটির তৃতীয় বৈঠকে যোগ দেবেন। বৈঠকটি আজ অনুষ্ঠিত হওয়ার কথা।
কাতার সফরে এরদোগানের সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু, তার স্ত্রী এমিন এরদোগান এবং তুরস্কের সেনাপ্রধান জেনারেল হুলুসি আকারসহ একটি প্রতিনিধিদল। এরদোগানকে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান কাতারের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন মুহাম্মাদ আল-আতিয়াহ।
সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশর গত ৫ জুন কাতারের ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করে এবং ইরান ও তুরস্ক খাদ্যসহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে। (পার্সটুডে)