
প্রতিটি প্রবাসী জীবনের গল্পে সীমাহীন কষ্ট, কেউ কান্না করে; সেটি দেখে হাজারো মানুষ। আর অগণিত প্রবাসীরা নানা অপ্রাপ্তির কারণে কান্না করে সেটি দেখে কেবল বিবেকবান লোক।
ডিবিসি নিউজ কুয়েত প্রতিনিধি মহসিন পারভেজ। ব্যবসার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় এক্টিভিস্ট, সাংবাদিকতা,বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালনসহ প্রবাসী সেবায়ও কাজ করছেন তিনি।
কয়েক দিন আগে কুড়ি বছর ধরে প্রবাসে থাকা ওই অসুস্থ প্রবাসীকে বিভিন্নভাবে সহায়তা করে রীতিমতো প্রশংসায় ভাসছেন বিবেকবান পারভেজ।
২০ বছর এর বেশি সময় ধরে কুয়েতে কর্মরত কুয়েত প্রবাসী মুন্সিগঞ্জ সদরের আমানুজ্জামান মুন্না, বর্তমানে কুয়েতের জাহরা হাসপাতালে অসুস্থ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন তিনি।
কুয়েতে সেরকম আত্মীয় স্বজন কেউ না থাকায় হাসপাতালেই পড়ে আছেন মুন্না।
এমতাবস্থায় কুয়েত প্রবাসী সাংবাদিক মহসিন পারভেজ জানতে পারেন বিষয়টি। এর পর থেকে পারভেজ সেই অসুস্থ প্রবাসীর নিয়মিত খোঁজখবর রাখতে থাকেন।
মহসিন পারভেজ বলেন, বর্তমানে ওই প্রবাসী কিছুটা সুস্থ আছেন। তবে প্রায় দেড় বছর ধরে অবৈধ থাকায় আইনি জটিলতার কারণে দেশে যেতে পারছেন না তিনি।
কুয়েতের স্থানীয় আইনী প্রক্রিয়া শেষে যত দ্রুত সম্ভব ওই অসুস্থ প্রবাসীকে তার নিজ খরচে বাংলাদেশে নিয়ে যাবেন বলে জানান সাংবাদিক মহসিন পারভেজ।