বিনোদন ডেস্ক : অনেক দিন পর মনের মতো কোনো চরিত্রে অভিনয়ের সুযোগ পেলেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা পপি। আর এই সুবর্ণ সুযোগটি তাকে করে দিলেন নির্মাতা শহীদুল হক খান।
সম্প্রতি তার ‘টার্ন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন পপি। সেখানে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করবেন বলে জানা গেছে। একটিতে স্বাভাবিক এবং অন্যটিতে এক প্রতিবন্ধী মেয়ের ভূমিকায় দেখা যাবে তাকে। প্রতিবন্ধী কোনো মেয়ের চরিত্রে পপি এবারই প্রথম অভিনয় করতে যাচ্ছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, গতানুগতিক অনেক গল্পে কাজের প্রস্তাব আসে কিন্তু সেসব চলচ্চিত্রে অভিনয়ের আগ্রহই বোধ করি না। ‘টার্ন’ চলচ্চিত্রের গল্প যেমন অসাধারণ, তেমনি প্রতিবন্ধী মেয়ের চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। এমন চরিত্রে কাজ করার স্বপ্ন ছিল আমার।
জানা যায়, ২০১৮ সালের জানুয়ারিতেই নতুন এ চলচ্চিত্রের শুটিং শুরু হবে। ‘টার্ন’ ছবির গল্প লিখেছেন পরিচালক নিজেই। পপি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র জাহাঙ্গীর আলম সুমন পরিচালিত ‘সোনাবন্ধু’। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘শর্টকাটে বড় লোক’, ‘জীবন যন্ত্রণা’ ও ‘দুই ভাইয়ের যুদ্ধ’।