দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে জোবায়দুল ইসলাম (২০) ও রুবেল আমিন (২২) নামে দুই যুবককে জেল ও জরিমানার নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এহেতেশাম রেজা এ নির্দেশ দেন।
জোবায়দুল ইসলাম উপজেলার আলাদীপুর ইউনিয়নের সিন্দুরহাটা রাঙ্গামাটি গ্রামের সিদ্দিকের ছেলে ও রুবেল আমিন একই গ্রামের আমিনের ছেলে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে আমাদের প্রতিনিধিকে জানান, গত কয়েকদিন ধরে ওই দুই যুবক একই গ্রামের স্কুলপড়ুয়া এক মেয়েকে (১৪) উত্ত্যক্ত করে আসছিলেন।
মেয়েটির বাবা থানায় অভিযোগ করলে পুলিশ তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। পরে আদালত জোবায়দুলকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও রুবেলকে পাঁচশ টাকা জরিমানা করেন।