খ ম জুলফিকার, মৌলভীবাজার থেকেঃ মৌলভীবাজারে সৌখিন কবুতর খামারিদের উদ্যোগে ৯ অক্টোবর (মঙ্গলবার) স্থানীয় জাহাঙ্গির কমিউনিটি সেন্টারে “সৌখিন কবুতর প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়। উক্ত প্রদর্শনীতে বিভিন্ন প্রজাতির কবুতর স্থানপায়। জেলা প্রাণিসম্পদের পরামর্শে এ প্রদর্শনী আয়োজন করেন খামারিগণ। বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে উক্ত প্রদর্শনী মেলাতে।