রাঙ্গুনিয়া প্রতিনিধি : ক্ষমতায় থাকলে সংযত হয়ে চলতে হয়। কারণ নেতৃবৃন্দের সামান্য বৈরী আচারণেও সাধারণ মানুষ মনে কষ্ট পাবে। অন্যদিকে দলের নামে, সরকারের নাম কিংবা আমার নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উপরের নির্দেশ বলে কেউ যদি অন্যায় কিংবা চাঁদাবাজি করে তাহলে সে দলীয় লোক হলেও তাকে ছাড় দেওয়া হবে না। ঘনিয়ে আসছে জাতীয় নির্বাচন। আর এই নির্বাচনের প্রস্তুতি হিসেবে আওয়ামীলীগের ২০তম সম্মেলনে যোগ্যনেতৃত্বের মূল্যায়ন করেছেন জননেত্রী শেখ হাসিনা। দলীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্বের মধ্যে প্রচার ও প্রকাশনা সম্পাদক অন্যতম গুরু দায়িত্ব। তাই আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নেত্রী আমাকে স্বপদে বহাল রেখেছেন। আওয়ামীলীগের নেতৃত্বে দেশে বিশাল উন্নয়ন হয়েছে। একইভাবে রাঙ্গুনিয়াতেও ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। এই উন্নয়নের কথা মানুষের মধ্যে পৌছে দিতে হবে। আওয়ামীলীগের ২০তম সম্মেলনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বহাল রাখার পর শনিবার (২৯ অক্টোবর) প্রথম রাঙ্গুনিয়া সফরে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংবর্ধনার জবাবে উপজেলা সদরের ইছাখালীতে পথসভায় তিনি এসব কথা বলেন। পথসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন, উত্তরজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক স্বজন কুমার তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক ও রাঙ্গুনিয়া পৌরসভা মেয়র শাহজাহান সিকদার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ইদ্রিছ আজগর, উত্তরজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক ওমর ফারুখ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন খাঁন, ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, উপজেলা আওয়ামীলীগ নেতা মো. কামাল উদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগ সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু, যুগ্ম সম্পাদক মো. পারভেজ, ইউপি চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন গোলাম কবির তালুকদার, জাহেদুর রহমান তালুকদার, শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, মীর তৌহিদুল ইসলাম কা ন, আহমদ ছৈয়দ তালুকদার, নুর কুতুবুল আলম, মো. সেলিম, ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর প্যানেল মেয়র মো. সেলিম, সহসভাপতি ফারুক সিকদার, কাউন্সিলর নুরুল আবছার জসিম, নজরুল ইসলাম, লোকমানুল হক তালুকদার, ছাত্রলীগ নেতা নুরুল আলম প্রমুখ। শাহ আমানত বিমান বন্দর থেকে রাঙ্গুনিয়া পর্যন্ত অন্তত ২০টি স্পটে দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।