রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের গোচরা এলাকায় ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ফ্রেন্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান কর্ণফুলী ক্রীড়া পরিষদ মাঠে শুক্রবার (৬ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত হয়েছে। কর্ণফুলী ক্রীড়া পরিষদের প্রধান পৃষ্টপোষক ও প্রতিষ্ঠাতা আব্দুল করিম চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, গুণগুনিয়া বেতাগী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুল খালেক, সমাজ সেবক জোনাইদুল আলম, ইউপি সদস্য মো.শহিদুল ইসলাম, গুণগুনিয়া বেতাগী উল্কা সংঘের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী তালুকদার, যুগ্ন সম্পাদক নুরুল আবছার, চট্টগ্রাম মহানগরী ল্যাবরটরী ক্লাব সভাপতি মো. মঈন উদ্দিন, মো. ইমরান প্রমুখ। ক্রীড়ানুরাগী মো. মঞ্জুর স ালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফ্রেন্ডস ক্লাবের মো.ইসকান্দর, মো. ফরহাদ, মো. ফারভেজ, মো. তামিম, মো. সোহেল, মো. জাসেদ প্রমুখ। উদ্বোধনী খেলায় কাপ্তাই সুপার স্টারকে নোয়াপাড়া মুগুল সংঘ পরাজিত করে।