বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবেক সফল মন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি বলেছেন সমগ্র দেশে গ্রাম ডাক্তাররা সাধারণ মানুষকে স্বাস্থ্যসেবা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্বাস্থ্যসেবা মানুষের দোর গোড়ায় পৌঁছে দিতে প্রাথামিক চিকিৎসকদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। মানুষের গড় আয়ু এখন ৭০ বৎসরে পৌছেছে। সার্কভুক্ত দেশের মধ্যে বাংলাদেশে মাতৃ ও শিশু মৃত্যুর হার এখন সর্বনি¤œ। সরকার দেশের ১২ হাজার কমিউনিটি ক্লিনিকে ২৯ রকমের ঔষধ বিনামূল্যে বিতরন করছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাঙ্গুনিয়া পাবলিক হলে সনদ ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. নুরুল আমিন এর সভাপতিত্বে ও ডা. সন্তোষ কুমার শীলের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম মজুমদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ ফজলে রাব্বি, উত্তরজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক স্বজন কুমার তালুকদার, ডা. নবীর দেবনাথ, ডা. বন্ধন বিশ্বাস, ডা. আয়ুব আলী, ডা. আলমগীর প্রমুখ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১ মাস প্রশিক্ষণ শেষে অনুষ্ঠানে ৭২ জন প্রাথামিক চিকিৎসকের সনদ বিতরণ করা হয়।