জগলুল হুদা,রাঙ্গুনিয়া প্রতিনিধি : জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ব্র্যাকের যৌথ উদ্যোগে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে র্যালী শেষে আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আকতার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, সহকারী উপজেলা প্রকৌশলী একেএম সাইফুল আলম, ইপসার উপজেলা ম্যানেজার সাংবাদিক জিগারুল ইসলাম জিগার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্র্যাক ওয়াশ কর্মসূচীর উপজেলা ম্যানেজার মো. শফিউল আলম প্রমুখ।