রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিযা উপজেলার সরফভাটা ইউনিয়নের ক্ষেত্রবাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত— ব্যবসায়ীদের মাঝে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নগদ অর্থ ও চাউল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২২ জুলাই) বিকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সরফভাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুল ইসলাম সরফী ক্ষতিগ্রস্ত ১০ ব্যবসায়ির মাঝে নগদ ৩ হাজার টাকা ও ৩০ কেজি করে চাউল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন ক্ষেত্রবাজারের ব্যবসায়ী নেত মো. আবু তাহের সওদাগর, শরীফ উদ্দীন, জালাল সওদাগর, উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা সাইমুম রউফ প্রমুখ। ত্রান সামগ্রী বিতরণকালে সরফভাটা ইউপি চেয়ারম্যান মুজিবুল ইসলাম সরফী ক্ষতিগ্রস্তদের ভবিষ্যতে বিভিন্নভাবে সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য গত ৯ জুন ক্ষেত্রবাজারে অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে যায়। এতে আনুমানিক ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।