খ ম জুলফিকার, মৌলভীবাজার থেকে:: মৌলভীবাজারের শেরপুরে উদার পরিবহনের বাসের চাপায় সিলেট কৃষি বিশ্ব বিদ্যালয়ের ছাত্র ওয়াসিম গৌরি নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। ২৪ মার্চ (শনিবার) সন্ধ্যায় শেরপুর মুক্তিযোদ্ধা চত্ত্বরে এ ঘটনা ঘটে। জানা যায়, ময়মনসিংহ থেকে সিলেটগামী উদার পরিবহন (ঢাকা মেট্র ভ-১৪-১২৮০) বাস থেকে নামার সময় ওয়াসিম গৌরীকে দ্রুত চাপা দিয়ে গাড়িটি পালিয়ে যায়। পরে ওসমানীনগর এলাকা হতে বাসটি আটক করা হয়। নিহত ব্যক্তির নাম ওয়াসিম গৌরী হবিগন্জ জেলার নবিগন্জ উপজেলার মাহবুব গৌরীর ছেলে। সে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ছাত্র।