আমার টাকায় কেনা এমআরআই মেশিন, যার মূল্য প্রায় আট থেকে দশ কোটি টাকা, যেহেতু জনগণের টাকায় কেনা মেশিন, (সেহেতু আমিই জনগণ)
পর্যাপ্ত জনবল ও রক্ষনাবেক্ষনের অভাবে প্রায় ছয় মাস যাবৎ মেশিনটি অকেজো হয়ে পরে আছে।
মেশিনটি চালুর জন্য হিলিয়াম গ্যাস প্রয়োজন, যার মূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকা। কিন্তু একবার ৫০ লক্ষ টাকার গ্যাস আনলে কাজ করা হয় ৪/৫ লক্ষ টাকার, আর বাকি গ্যাস গুলি নষ্ট হচ্ছে। তার কারণ, কতৃপক্ষ রোগীদের ঢাকা এবং সিলেটের পথে যেতে বাধ্য করছে। যার কারনে সরকারের কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে আর রোগীদের পরতে হচ্ছে ভোগান্তিতে।
একবার গ্যাস আনলে গ্যাসের মেয়াদ দীর্ঘদিন থাকে।
যাচাই করে দেখলাম হাসপাতালের সংশ্লিষ্ট কতৃপক্ষের নির্দেশে সপ্তাহে ১ দিন মেশিনটি চালু করা হয়।
অথচ মৌলভীবাজারে প্রতিদিন গড়ে অন্তত ৫ জন রোগীকে এমআরআই করতে হয়, এমআরআই টেষ্টের জন্য রোগী হাসপাতালে গেলে নির্দিষ্ট একদিন তারিখ দিয়ে বিদায় করে দেওয়া হয়, যে তারিখটি এক সপ্তাহের আগে অবশ্যই নয়।
একজন সিরিয়াস রোগীকে ১ সপ্তাহ পরে একটি তারিখ দেওয়া হলে সে বাধ্য হয়ে সিলেট অথবা ঢাকায় যেতে হচ্ছে।
সিলেট অথবা ঢাকায় গেলে আট থেকে বারো হাজার টাকায় রোগীকে টেস্ট করিয়ে আসতে হয়।
এখন আমার কথা হচ্ছে, আট দশ কোটি টাকার মেশিন মৌলভীবাজারে থাকা অবস্থায় কেন আমাদেরকে সিলেট আর ঢাকা গিয়ে এমআরআই করাতে হচ্ছে এবং ৫০ লক্ষ টাকার হিলিয়াম গ্যাস কি হচ্ছে?
নিশ্চয়ই নষ্ট হচ্ছে।
অথচ খোঁজ নিয়ে জানা যায় ছয় মাস ধরে মেশিনটি গ্যাসের অভাবে অকেজো হয়ে পরে আছে। অযুহাত দেখানো হচ্ছে, রোগীর অভাবে ৫০ লক্ষ টাকার হিলিয়াম গ্যাস নষ্ট হচ্ছে।
আপনারা কতৃপক্ষ যদি এক সপ্তাহ পরে তারিখ দিয়ে রোগী বিদায় করে দেন, তাহলে তো রোগীর অভাব পরবেই।
সরকারের দশ কোটি টাকার মেশিন আর পঞ্চাশ লক্ষ টাকার গ্যাস নষ্ট হলে কার বাপের কি !
সপ্তাহে একদিন তারিখ না দিয়ে যদি প্রতিদিন তারিখ দেওয়া হতো, তাহলে হয়তো সরকারের টাকায় কেনা এতো কোটি টাকার মেশিনটি কাজে লাগতো আর গ্যাস নষ্ট হতো না।
আর রোগীদের সিলেট আর ঢাকায় গিয়ে ভোগান্তিতে পড়তে হতো না।
প্রতিদিন যদি ৫ জন রোগীর সবাই মৌলভীবাজারেই টেস্ট করাতে পারতো, তাহলে সিলেট আর ঢাকায় যাওয়ার প্রয়োজন হতো না এবং সরকারের এতো টাকার সম্পদও নষ্ট হতো না।
মৌলভীবাজার জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আখতার উদ্দীন আহমদের ফেসবুকের টাইমলাইন থেকে নেয়া স্ট্যাটাস।