এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) থেকে ঃ দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার নির্বাচনে জাতীয় পার্টি’র দলীয় প্রার্থী আবু মনোনয়ন পত্র সংগ্রহ করেছে।
গতকাল শুক্রবার বেলা ১১ টায় বীরগঞ্জ পৌরসভার নির্বাচনে জাতীয় পার্টি’র দলীয় প্রার্থী দেলোয়ার হোসেন আবু উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সামশুল আজমের নিকট হতে মনোনয়ন পত্র সংগ্রহ করেছে। এসময় জেলা জাতীয় পাটির যুগ্ন-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা জাপার সাধারন সম্পাদক শাহিনুর ইসলাম, যুগ্ন-সাধারন সম্পাদক নাজমুল ইসলাম মিলন, উপজেলা জাতীয় যুব সংহতির সাধারন সম্পাদক মাহাবুব আলম, জাপা নেতা ফয়জার রহমান, ছাত্র নেতা প্রমুখ উপস্থিত ছিলেন।