বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ বীরগঞ্জে বিদ্যুতায়নের উদ্ধোধনী জনসভায় প্রধান অতিথি হিসাবে জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
গত সোমবার উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের হরিবলা শ্রীশ্রী গীতা আশ্রাম প্রাঙ্গনে অনুষ্ঠিত বৈরবাড়ী গ্রামের ৮১টি বাড়িতে ও বিষুপুর (বীরগঞ্জ মোড়) গ্রামের ১২২টি বাড়ীতে বিদ্যুতায়নের উদ্ধোধনী এক জনসভায় প্রধান অতিথি হিসাবে জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল উপস্থিত ছিলেন। দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এলাকার পরিচালক প্রভাষক বদিউর রহমানের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ জেনারেল ম্যানেজার কাজী মোহাম্মদ আলী, উপজেলা নির্বাহী অফিসার রাসেল মনজুর, বীরগঞ্জ থানার ওসি প্রশাসন মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক দেবেশ চন্দ্র রায়, পলাশবাড়ী ইউনিয়ন বীরমুক্তিযোদ্ধা কমান্ডার খাজা নাজিম উদ্দিন, পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোজাহার হোসেন, পলাশবাড়ী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোস্তাক আহম্মেদ মানিক ও পলাশবাড়ী ইউনিয়নের সাধারন সম্পাদক ইব্রাহিম শাহ প্রমুখ।