এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) থেকে ঃ হিন্দু ধর্মাবলীদের সর্ববৃহৎ শারদীয় দূর্গাৎসব উৎসব উপলক্ষে বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত পুজা মন্ডপে জিআর চাল বিতরন অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেনের সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত পুজা মন্ডপের মাঝে জিআর চাল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। জিআর চাল বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ জাকারিয়া জাকা, সাধারন সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যন দেবেশ চন্দ্র রায়, বীরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। এসময় ১১টি ইউনিয়ন চেয়ারম্যান ও ১৪৯ টি পুজা মন্ডপের সভাপতি/সম্পাদক বৃন্দ সহ আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি উপজেলার ১১টি ইউনিয়ন ও বীরগঞ্জ পৌর সভার ১৪৯ টি পুজা মন্ডপে ৪’শ ৯০ কেজি হারে চাল বিতরন কালে বলেন, নিজ ধর্ম পালনের পাশাপাশি অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, শারদীয় দুর্গোৎসবে যেন কোন অ-প্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার আহবান জানান এবং বিজর্সনের সময় এমন কোন আচরন করা যাবে না যাতে কারো আত্ম-সম্মানে আঘাত লাগে। একই মঞ্চে তিনি উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে ২০১৪-১৫ অর্থ বছরে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের আর্থিক অনুদানের চেক বিতরনে ৫ব্যক্তির মাঝে ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা ও গত ৫ই জানুয়ারী জাতীয় নির্বাচনে বিএনপি-জামাতের তান্ডবে ক্ষতিগ্রস্থ ৩টি পরিবারের মাঝে ২০ হাজার টাকা করে মোট ৬০ টাকা এবং ফরহাদ হাসান নামে এক মুমুর্ষ রোগীর চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা প্রদান করা হয়।