বাংলাদেশে ও ভারতের ভূখন্ডের মধ্যে পরস্পরের ছিটমহলগুলো শুক্রবার মাঝরাত থেকেই মূল ভুখন্ডের অংশ হয়েছে আনুষ্ঠানিকভাবে। ফলে সেখানকার বাসিন্দাদের দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটেছে।
ভারত বাংলাদেশের ছিটমহলে চলছে আনন্দ উৎসব।
শুক্রবার থেকেই ছিটমহলগুলোয় নানা আনন্দ উৎসব চলছে। বিকেলের পর আনন্দ মিছিল বেরিয়েছে। নীলকমল নদীতে অনুষ্ঠিত হয়েছে নৌকা বাইচ।
বাংলাদেশের মধ্যে থাকা ভারতের ১১১টি ছিটমহলের একটি হচ্ছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় দাসিয়ারছড়া।
দাসিয়ারছড়া থেকে বিবিসির ফারহানা পারভীন জানাচ্ছেন, সেখানে রাতেও চলছে আনন্দ উৎসব। রাত ১২টা ১ মিনিটে ৬৮টি মোমবাতি জ্বালিয়ে নতুন পরিচয়ের সূচনা করেছেন।
আটষট্টি বছরের বিচ্ছিন্নতার প্রতীক হিসেবে ৬৮টি মোমবাতি জ্বালানো হয়েছে।
এছাড়া সেখানে মশাল মিছিল হয়েছে। স্থানীয় কালিকাট বাজারে রাতেও চলছিল গানবাজনা।