অগ্রদৃষ্টি ডেস্ক:: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার একটি বৌদ্ধ বিহারে ঢুকে কুপিয়ে ভিক্ষু হত্যার ঘটনায় তিনজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতদের মধ্যে দুজন বার্মা থেকে আসা রোহিঙ্গা মুসলিম বলে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি থানার সাব ইন্সপেক্টর মুনিরুল ইসলাম।
মি. ইসলাম বিবিসি বাংলাকে বলেন, প্রথমে তারা ওই দুজনকে বাংলাদেশী বলে মনে করেছিলেন – তবে পরে তারা জানতে পেরেছেন যে তারা ওই এলাকায় বসবাসকারী দুজন রোহিঙ্গা।
আটককৃতদের তৃতীয় জন চাক সম্প্রদায়ের লোক।
এর আগে হত্যাকাণ্ডের ঘটনায় আজ নিহত ভিক্ষু উ দেয়া উছামার ছেলে অং ছা থয় চাক একটি হত্যা মামলা দায়ের করেন।
অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে মামলাটি দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ বলছে, অপরাধীদের খুঁজে বের করতে তারা ঘটনাস্থল বাইশারি এলাকায় ব্যাপক জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন।
শনিবার সকালে নিহত ভিক্ষুকে খাবার দিতে গিয়ে তার পুত্রবধূ দেখেন বৌদ্ধ ক্যাংএর ভেতর তার মৃতদেহ পড়ে আছে। তার ঘাড়ের পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়ে।
স্থানীয় চাক সম্প্রদায়ের একজন নেতা চৌ চিন চাক বিবিসি বাংলাকে বলেন, তারা ধারণাও করতে পারেন না এমন একটা ঘটনা তাদের এলাকায় ঘটবে।
তিনি বলেন, এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পর এলাকার মানুষের মধ্যে আতঙ্ক কাজ করছে।