আ হ জুবেদঃ মধ্যপ্রাচ্যের কুয়েতে বাংলাদেশ ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব কুয়েতের উদ্যোগে এবারো পঞ্চম চ্যাম্পিয়ন ক্রিকেট লীগের আয়োজন করা হয়েছে।
গত শুক্রবার কুয়েতের আব্বাসিয়া মাঠে ক্রিকেট টুর্নামেন্টের এই আসরটি শুভ উদ্বোধন করেছেন আয়োজক ক্লাবের কর্মকর্তারা।
বাংলাদেশ ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব, কুয়েত প্রতি বছরই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে যাচ্ছে, এবারো এই ক্লাবটি বিপুল উৎসাহ-উদ্দীপনা ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে পঞ্চম চ্যাম্পিয়ন ক্রিকেট লীগের আয়োজন করেছে।
আয়োজক ক্লাবের সভাপতি আখতারুজ্জামান শামস্ এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আব্দুল কাদেরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপদেষ্টা সোয়েব আহমেদ, উপদেষ্টা মোহাম্মদ মাঈন উদ্দিন, ও উপদেষ্টা আল-আমিন চৌধুরী স্বপন।
ক্রিকেট টুর্নামেন্টের আয়োজকরা বলেন, হাজারো কর্মব্যস্ততা থাকা সত্ত্বেও আমরা এধরনের ক্রিকেট আসরের আয়োজন করছি।
তারা বলেন, এটিও এক ধরনের প্রবাসী সেবা, কারণ এতে করে প্রবাসীদের মন- শরীর দুটাই ভালো থাকবে।
বাংলাদেশ ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব, কুয়েত এর আগেও চারটি টুর্নামেন্টের আয়োজন করেছিল, এবার পঞ্চম বারের মতো ১২টি দলের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে-পঞ্চম চ্যাম্পিয়ন ক্রিকেট লীগ।
আয়োজকরা বলেন, কুয়েতের নানা শ্রেণী- পেশার প্রবাসীদের সহযোগিতা, দূতাবাসের সহযোগিতা ও বিভিন্ন গণমাধ্যমে প্রচারের দ্বারা সহযোগিতায় তারা উৎসাহিত হয়েছেন এ ধরনের ক্রিকেট আসরের আয়োজন করতে।
বাংলাদেশ ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব, কুয়েতের পঞ্চম চ্যাম্পিয়ন ক্রিকেট লীগ উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন, আয়োজক ক্লাবের সিনিয়র সহ-সভাপতি হোসেন উদ্দিন,সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মাইমুন, সিনিয়র যুগ্ন সম্পাদক সফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক সফি উল্লাহ লিটন, সহ সাংগঠনিক সম্পাদক সুমন আনসারী,প্রচার সম্পাদক হাসান কামালসহ অনেকে।
বাংলাদেশ ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব কুয়েতের পঞ্চম চ্যাম্পিয়ন ক্রিকেট লীগ
বাংলাদেশ ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব কুয়েতের পঞ্চম চ্যাম্পিয়ন ক্রিকেট লীগ
Posted by Bangla TV-Kuwait on Monday, February 18, 2019