সৈয়দ সাদেক আহমেদ, বিশেষ প্রতিনিধি: বঙ্গবন্ধুর ৪০তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে যুক্তরাজ্য আওয়ামীলীগ নর্থইষ্ট শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় গত ১লা সেপ্টেম্বর স্টোকসলির ইস্টার্ন স্পাইস রেষ্টুরেন্টে। সংগঠনের সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সৈয়দ দুলালের এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওল্ডহ্যাম আওয়ামীলীগের সভাপতি কবি ইলিয়াছ উদ্দিন আহমদ। অতিথি হিসাবে আরোও বক্তব্য রাখেন নর্থইষ্ট আওয়ামীলীগের উপদেষ্টা এনামুল হক চৌধুরী,নিউকাসল আওয়ামীলীগের সভাপতি সৈয়দ লতিফ, ওল্ডহ্যাম আওয়ামীলীগের সহ-সভাপতি মো: শাহজাহান, ম্যানচেষ্টার সিটি আওয়ামীলীগের সভাপতি শাহ আব্দুল মুনিম, ম্যানচেষ্টার সিটি আওয়ামীলীগের উপদেষ্টা গনি চৌধুরী, ম্যানচেষ্টার সিটি আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাফর আহমদ,ওল্ডহ্যাম যুবলীগের সভাপতি সৈয়দ ছাদেক আহমদ,গ্লডউইক যুবলীগের সভাপতি মো: আসক আলী, ম্যানচেষ্টার শ্রমিকলীগের সভাপতি খলিলুর রহমান চৌধুরী,আবুল কালাম আজাদ,নির্যাস মিয়া,মইন উদ্দিন হীরা,আবু জাফর,বাদশা মিয়া,আনোয়ার মিয়া,শাহ আলম,আয়াসুল করিম,সৈয়দ ফাহিম,আশিক মিয়া,জহরুল ইসলাম,আব্দুল মান্নন,বাবুল মিয়া,আপ্তাব উদ্দিন,দেলোয়ার হোসেন। সভায় বক্তারা বর্তমান আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড নিয়ে আলোচনা করেন বিশেষ করে শিক্ষা,সাস্থ্য,তথ্য প্রযুক্তি,অবকাঠামো ও বিদ্যুত খাতে উল্লেখ যোগ্য সাফল্যের কথা কিভাবে সাধারন জনগনের কাছে তুলে ধরা যায় তা নিয়ে তারা বিস্থারিত আলোচনা করেন এবং বঙ্গবন্ধুর হত্যাকারী যারা এখনো বিদেশের মাটিতে লুকিয়ে আছে তাদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার জন্য তারা আহব্বান জানান।